
রাজধানীর গুলশানের নিধি ট্রেড ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে গুলশান-১ এর নওয়াব ম্যানশনে নিধি ট্রেড ইন্টারন্যাশনাল নামক সুপার-শপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানে বেশকিছু খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ অবস্থায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করতে দেখা যায়। যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যদ্রব্য মজুদ করতে ও দেখা যায়। এছাড়াও ট্রেড লাইসেন্স এর ঠিকানার সাথে বাস্তবে ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানার মিল পাওয়া যায়নি। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ‘নিধি ট্রেড ইন্টারন্যাশনাল’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানকালে মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, মনিটরিং অফিসার মো. আমিনুল ইসলাম, মনিটরিং অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার আব্দুস ছালাম মৃধা, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]