পঞ্চগড়ের সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৭
পঞ্চগড়ের সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বিস্কুট ও ছোট বড় মাঝারি ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে পঞ্চগড় ১৮ বিজিবির গিরাগাঁও ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।


৫ ডিসেম্বর, মঙ্গলবার সকালে ১১.৩০টার সময় এই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।


পরে সন্ধ্যায় গিরাগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ১৮ বিজিবির সিও জুবায়েদ হাসাস।


প্রেস বিফ্রিং এ তিনি বলেন, গিরাগাঁও ক্যাম্পের সদস্যরা সকাল ১১.৩০টার দিকে সীমান্ত পিলার ৪১০ এর নিকট টহল কার্যক্রম পরিচালনা করছিল।


সেখানে কিছু লোক ধান কাটার কাজ করছিল। সাথে পাচারকারী ওই ব্যক্তিও তাদের সাথে ছিল। টহলদল তাদের মধ্যে একজনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে পাচারকারী ওই ব্যক্তি ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


এসময় ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে পুনরায় অন্য দিকে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে বাঁধা অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায় । ব্যাগটি খুললে প্যাকেট করা ১৫টি স্বর্ণের বিস্কুট ও ছোট বড় মাঝারি ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বার পঞ্চগড় জুয়েলারি সমিতিতে ওজন করলে এর পরিমাণ দাঁড়ায় ৩শ ৫১ ভরি চার আনা। যার মূল্য ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।


নিকটস্থ থানার সাথে যোগাযোগ করে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চালাবে বলে জানানো হয়।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com