আশুগঞ্জ-আগরতলা সড়ক
নির্মাণাধীন ফ্লাইওভারের দৈর্ঘ্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৪৮
নির্মাণাধীন ফ্লাইওভারের দৈর্ঘ্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আশুগঞ্জ-আগরতলা ফোরলেন সড়কে শহরের পুনিয়াউট থেকে ফুলবাড়িয়া এলাকা পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভারটি বিরাসার বাসস্ট্যান্ডে পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়ে নাটাই উত্তর ইউনিয়নের মানুষ বিরাশার বাসস্ট্যান্ড এক মানববন্ধন করেছেন।


৫ ডিসেম্বর, মঙ্গলবার বিরাসার বাসস্ট্যান্ড করা মানববন্ধনে বক্তারা বলেন- বিরাসার একটি ব্যস্ততম জায়গা। বিরাসার বাসস্ট্যান্ডে হয়ে সদর এবং আশুগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ চলাচল করেন। শহরে আসা যাওয়ায় ৪ লেন মহাসড়ক অতিক্রম করতে গিয়ে তীব্র যানজট এবং দুর্ভোগের শিকার হতে হয়। সেজন্যে নির্মাণাধীন ফ্লাইওভারের দৈর্ঘ্য বৃদ্ধির প্রস্তাব করেন এলাকার মানুষ।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজ মো: ইয়াছিন, আবুল কাশেম মাস্টার, দুলাল আনসারী, আবুল কালাম, বিরাশার বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মোমিন হোসেন, জয়নাল মিয়া, সোহরাব হোসেন প্রমুখ।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com