শিরোনাম
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
পায়রা বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫
পায়রা বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ‘ঘূর্ণিঝড় মিগজাউম’ আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।


এর প্রভাবে গতকাল (সোমবার) থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। বাতাসের চাপও তেমন ছিল না।


৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ছয়টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে দেড় হাজার কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ‘ঘূর্ণিঝড় মিগজাউম’।


দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com