
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে স্ট্যান্ড করে রাখা এইচএপ্লাসওপি পরিবহন বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায়।
বাসের হেলপার অমল জানান, বাসের দরজা জানালা বন্দ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে তিনি খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যায়। পরে বাসে আগুনের খবর পেয়ে ছুটে যান।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]