শিরোনাম
খাগড়াছড়িতে দুটি ইটভাটাকে জরিমানা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২০
খাগড়াছড়িতে দুটি ইটভাটাকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়িতে দুটি ইটভাটাকে জরিমানা করে জেলা প্রশাসন পরিচালিত অভিযানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ির দুটি ইট ভাটায় এ অভিযান করা হয়।


৪ ডিসেম্বর, সোমবার সকালে অভিযানে অবৈধভাবে জ্বালানি হিসেবে বনের কাঠ পোঁড়ানোর দায়ের দুটি ইটভাটার মালিককে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।


অভিযানের সত্যতা নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোঁড়ানোর ফলে দুই ইটভাটাকে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ সময় জব্দ করা হয় কাঠ। জব্দকৃত এসব কাঠ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।


বিবার্তা/মামুন/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com