
খাগড়াছড়ির গুইমারায় চালবোঝায় ট্রাকে অগ্নিসংযোগে দগ্ধ ট্রাক হেলপার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড।
৪ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ১০টায় মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু করে চেঙ্গী স্কয়ার ঘুরে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল।
এতে খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি আবু তালেব বাসেক, সদস্য মিন্টু কুমার দত্ত, খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক মিনি-ট্রাক মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মিরনুর রহমান মিলনসহ পরিবহন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
সমাবেশে বক্তারা, বিএনপি-জামাত অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
গত ২৬ নভেম্বর রাতে গুইমারায় সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় অগ্নি দগ্ধ ট্রাক হেলপার মো. বেলাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তিনি মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়ার স্থানীয় জাহিদুল হকের ছেলে।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]