
হরতাল অবরোধের সমর্থনে চট্টগ্রাম কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৪ ডিসেম্বর, সোমবার সকালে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা, অবৈধ নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে ৯ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল করেন বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক নূর শাহেদ খাঁন রিপন।
বিক্ষোভ মিছিলে কর্ণফুলীর নেতাকর্মীরা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কর্ণফুলী বিএনপির সদস্য সচিব হাজ্বী ওসমানসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মিছিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কর্ণফুলী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদল।
বিবার্তা/জাহেদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]