বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নবম দফা অবরোধে প্রথম দিন রাতে রাজধানীর রামপুরা এলাকায় একটি ছোট পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৩ নভেম্বর, রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, রাত ৮টার দিকে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ আছে। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]