শিরোনাম
রাঙামাটিতে বিলুপ্তপ্রায় তক্ষকসহ আটক ১
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০
রাঙামাটিতে বিলুপ্তপ্রায় তক্ষকসহ আটক ১
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটিতে বিলুপ্তপ্রায় তক্ষকসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে।


৩ ডিসেম্বর, রবিবার সাড়ে ৩টার দিকে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্টে তাকে আটক করে পুলিশ।


মানিকছড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ নয়ন চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বন বিভাগ মানিকছড়ি চেকপোস্টে ওৎ পেতে থাকেন। বেলা আনুমানিক পৌনে ৪টার সময় সন্দেহভাজন ব্যাক্তি ঘটনাস্থলে পৌঁছাতেই তাকে তল্লাশি চালিয়ে ১টি দুর্লভ প্রজাতির তক্ষক জব্দ করে। এসময় সে পালাতে চাইলে পুলিশ ও বন বিভাগের কর্মীরা তাকে ধরে ফেলে।


আটক মো. সুমন মিয়া খাগড়াছড়ি জেলার দিঘীনালার ছোট মেরুন এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে।


উল্লেখ্য যে তক্ষক বিষয়ে প্রতারকরা বিভিন্ন ধরনের প্রলোভণ ও কোটি টাকা ইনকামের গল্প চর্চা করে বিলুপ্তপ্রায় এই দুর্লভ প্রাণি নিয়ে ব্যবসা করে আসছে। যে কারণে পাহাড়ি অঞ্চল থেকেও প্রাণিটি এখন বিলুপ্তির পথে এসে ঠেকেছে।


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী রক্ষায় পুলিশ বনবিভাগের কাজে সহযোগিতা করেছে। আইনি কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com