
অবরোধের সমর্থনে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল করেছেন নেতা-কর্মীরা।
৩ ডিসেম্বর, রবিবার সকালে জেলা জেলগেট রোডে এই মিছিল হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের নেতৃত্বে এই মিছিল অনুষ্টিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম জানান, জেলা বিএনপির নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্টার দাবিতে চলমান একদফ দাবি আদায়ে যতক্ষন বাস্তবায়ন না হবে জেলা স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে।
ওদিকে অবোরধের সমর্থনে পিরোজপুর সদর থানা বিএনপির মিছিলে প্রস্ততি কালে সিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান শেখ এক কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজাজামান ওই আটকের তথ্য নিশ্চিত করে জানান, সদর থানা বিএনপির উদ্যোগে
অবরোধের সমর্থনে মিছিল প্রস্তুতি কালে থানা পুলিশ আমাদের উপর হামলা করে ছত্রভঙ্গ করে দেন। এ সময় সিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান শেখ এক কর্মীকে আটক করে বেদম মারধর করে থানা পুলিশ।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, সেখান থেকে বিএনপির এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
বিবার্তা/তাওহিদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]