
দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর মোড়ে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি ও যন্ত্রপাতিসহ বেশ কিছু ধানের বস্তা।
ট্রাকের হেলপার মফিজুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে করে ছয় থেকে সাতজন লোক আমাদের গাড়ি থামাতে বলেন। চালক গাড়ি না থামালে তারা প্রথমে গ্লাসে ইট নিক্ষেপ করে পরে পেট্রল বোমা গাড়িতে ছুড়ে মারে। এতে প্রথমে চালক আনিসুর ইসলামের গায়ে আগুন লাগে এবং পরে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। দুর্বৃত্তদের মাথায় হেলমেট পড়া ছিল। গাড়িতে আগুন লাগলে তারা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে পরিদর্শনে যাই। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।
বিবার্তা/মাসমু
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]