রংপুর-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৮:২২
রংপুর-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি ১-৮) আসনে স্বতন্ত্র প্রার্থী তিন প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়।


২ ডিসেম্বর, শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে এ সিদ্ধান্ত জানান।


এই আসনে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও বাংলাদেশ কংগ্রেস এর শ্যামলী রায়ের মনোনয়ন স্থগিত করা হয়। এ ছাড়া ভুয়া ভোটার তালিকা জমা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ছোট-খাটো ত্রুটির কারণে অন্য ২জনের মনোনয়নও স্থগিত করা হয়েছে।’


এ ছাড়া, সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় রাঙ্গার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবারও ২ঘণ্টা পরে স্থগিত আদেশ এ রাঙ্গাসহ ২ জনকে বৈধ বলে ঘোষণা দেন জেলা প্রশাসক।


প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী শাহিন আলম, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুম আলী, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী, তাদের সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com