
ভোলার চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির ধূসর রঙের দুটি ভোঁদড় উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে চরফ্যাশন বনবিভাগের কর্মকর্তারা বনবিভাগের সংলগ্ন পূর্ব পাশে সুন্দরীর খালে এ ভোঁদড় দুটি অবমুক্ত করেন। ভোদড় দুটির ওজন ছিল প্রায় ৮ কেজি।
চরফ্যাশন উপজেলা বনবিভাগ সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা মো. জাকির ও কাদেরের বাড়ির পুকুরে আশ্চর্যজনক কিছু ভাসতে দেখে যায় আবার মানুষ দেখলে পানিতে ডুব দেন। এর পর সন্দেহ হলে বুধবার বিকেলে পুকুরে ইলিশ জাল পেতে রাখলে পরের দিন বৃহস্পতিবার জাল টানতে গেলে দুটি বিলুপ্ত প্রজাতির ভোঁদড় আটকা পড়ে।
ভোঁদড় দুটি খাঁচায় বন্দি করে বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন বনবিভাগকে খবর দিলে তারা এসে ভোঁদড় দুটি উদ্ধার করে নিয়ে যান।
চরফ্যাশন উপজেলা বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির দুটি ভোঁদড় উদ্ধার করা হয়েছে। পরে চরফ্যাশন বনবিভাগের সংলগ্ন পূর্বপাশে সুন্দরীর খালে অবমুক্ত করা হয়েছে।
এই প্রজাতির ভোঁদড় এখন আর সচরাচর দেখা যায় না। এরা সচরাচর সাগর নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিশিং বোটসহ মানুষের সমাগমের কারণে ভোঁদড় দুটি লোকালয়ে চলে এসেছে।
বিবার্তা/শাহীন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]