শিরোনাম
১০১০ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৪
১০১০ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ (৮১৪)। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়।


এর মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের প্রথম হুইসেল বাজল।


ট্রেনটি সকাল ৭টা ২০মিনিট নাগাদ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটির মোট সময় লাগবে ৮ ঘণ্টা ৫০ মিনিট।


এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।


তিনি বলেন, ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। এর আগে ৯টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছায়। আমরা যাত্রীদের ফুল ও চকোলেট দিয়ে বরণ করে নিয়েছি। যাত্রীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com