শিরোনাম
তারা ‘ছুটির দিনের’ ছিনতাইকারী
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ২১:০২
তারা ‘ছুটির দিনের’ ছিনতাইকারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোরকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) এবং মো. সুজন (১৯)। মিরপুর মডেল থানার ১০নং সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।


১ ডিসেম্বর, শুক্রবার মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আটক তিনজনই মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান গার্মেন্টসকর্মী ও হৃদয় সিএনজিচালিত অটোরিকশা চালক। তারা শুধুমাত্র ছুটির দিনগুলোতে রাতে ছিনতাই করেন। সাধারণত বৃহস্পতিবার রাত ও শনিবার ভোরই তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যান, আবার অনেকেই ঢাকা আসেন। এসব যাত্রীদেরই টার্গেট করেন তারা। তাই বৃহস্পতিবার ও শুক্রবার সারা রাতই তারা ঘুরেন এবং টার্গেট ঠিক করেন। কোনো যাত্রীকে একা পেলেই চাকু ধরে সব ছিনিয়ে পালিয়ে যান।


ওসি আরও বলেন, শুক্রবার ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিলেন। ভোর ৫টার দিকে রাব্বানী হোটেলের সামনে ঘুরোঘুরি করলে পুলিশের সন্দেহ হয়। তাদের থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটকের পর তল্লাশি করে ৩টি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com