
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহিন্দ্রা খাদে পড়ে দীপঙ্কর সমাদ্দার(৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় মাহিন্দ্রায় থাকায় ৭ জন যাত্রী আহত হয়েছে।
১ ডিসেম্বর, শুক্রবার বিকেলে ৪টার দিকে বরিশাল-পিরোজপুর মহাসড়কে প্রতাপ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল জেলার চড়ামুদ্দী ইউনিয়ন থেকে মাহিন্দ্রাটি পিরোজপুর জেলার কাউখালীতে পূজার কীর্তন যাওয়ার সময় প্রতাপ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রায় থাকা ১ জন নিহত হন বাকি যাত্রীরা আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এসআই আল আমিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটি পুলিশ হেফাজতে আছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]