
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গভীর সাগরে ডুবে যাওয়া কলাপাড়ার এফবি রহমাতুল্লাহ ট্রলারের ৭ জেলে উদ্ধার হয়েছে।
নিখোঁজের ১৩ দিন পর শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের কুয়াকাটায় নিয়ে আসা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন রাঙ্গাবালী উপজেলার তিন ট্রলারসহ ২৫ জেলে। এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলিতে কলাপাড়া ও রাঙ্গাবালীর চারটি ট্রলারসহ ৩২ জেলে নিখোঁজ হয়।
বঙ্গোপসাগরে চার দিন বিভিন্ন উপকরণের ওপর ভাসার পর ৩০ বাম এলাকা থেকে ভোলার একটি ট্রলার কলাপাড়ার সাত জেলেকে উদ্ধার করে।
বর্তমানে এ সকল জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফিরে জেলেদের ঘাটে পৌঁছে দেয়। নিখোঁজ তিন ট্রলারসহ ২৫ জেলেকে খুঁজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]