শিরোনাম
পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১
পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষ্যে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ফ্রী মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় এ আয়ােজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এ আয়োজনের উদ্বোধন করেন।


খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করেন। পার্বত্য এলাকায় বর্তমান সময়ের সংঘাতহীন শান্তি ও উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির কারনে।


এ দিনে পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসার ব্যবস্থা করেছে। শিশু কিশোরদের জন্য চিত্রাংকনের ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।


এতে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা,ক্যাজুরী মারমা, সমাজসেবা ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, আধুনিক জেলা সদর হাসপাতালে আরমো ডাঃ রিপল বাপ্পী চাকমা,পুনর্জীবন চাকমা,নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।


এতে মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির পাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষ্যে রোড শো’র উদ্বোধন করেন।


বিবার্তা/আল-মামুন/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com