ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:১৭
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতবেদক
প্রিন্ট অ-অ+

মনোনয়নপত্র জমাদানের সময় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ওই এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি।


৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে বেশ একাধিক বিস্ফোরণের শব্দ পান প্রত্যক্ষদর্শীরা।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।


ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয় আর এরপরই চারপাশে ধোঁয়া দেখা যায়। এ সময় আমরাসহ উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ি।


এদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সকাল থেকেই মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। এরমধ্যে ককটেল বিস্ফোরণ হওয়ায় পুলিশ ধারণা করছে, আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি-জামায়াতের লোকজন এই ঘটনা ঘটাতে পারে।


বিস্ফোরণের পর পুরো এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিত বেড়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com