'মামলা নিষ্পত্তির আধুনিক ও যুগপোযোগী পদ্ধতি মেডিয়েশন'
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫০
'মামলা নিষ্পত্তির আধুনিক ও যুগপোযোগী পদ্ধতি মেডিয়েশন'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন, মামলা বা বিরোধ নিষ্পত্তির আধুনিক ও যুগপোযোগী পদ্ধতি হচ্ছে মেডিয়েশন।


তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগে যে মামলাজট লেগে আছে তা নিরসনে মেডিয়েশন যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষিত মেডিয়েটররা মামলাজট নিরসনে বিশেষ অবদান রাখবে।


মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে ৪০ ঘণ্টাব্যাপী মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া ৬৫ জনকে অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর সনদ প্রদান করা হয়।


বিচারপতি বোরহান উদ্দিন বলেন, মেডিয়েশনে পৃথক কোনো আইন না থাকলেও সুপ্রিম কোর্ট এর গাইড লাইন দেওয়া হয়েছে। দেওয়ানি, অর্থঋণ পারিবারিক আইনে মেডিয়েশনের সুযোগ রাখা হয়েছে। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি আবশ্যকীয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি মো. আশরাফুল কামাল,বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল।


তারা বলেন, সময় ও খরচ কম লাগায় বিরোধ বা মামলা নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি সর্বোত্তম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমসের মেডিয়েশন বোর্ডের উপদেষ্টা ড. ভারজিনা পারডো।


বিবার্তা/মাসুদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com