রাজধানীর টঙ্গী মুরকুন পশ্চিম পাড়ায় দুই ট্রেনের মাঝে পড়ে নুর আলম (২৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
২৮ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী নিপা আক্তার জানান, আমার স্বামী মাটিকাটার কাজ করতো। আজ সকালে সে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ায় দুই ট্রেনের মাঝে পড়ে ট্রেনের ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানা, বটগাও গ্রামে। তিনি একই এলাকার মোঃ হারুনুর রশিদের ছেলে। বর্তমানে টঙ্গী এলাকায় থাকতেন। নিহত এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]