
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আয়ুব আলী (৬০) নামের একজন কৃষক নিহত হয়েছেন।
২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক মাহবুব আলম (৩৮)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আয়ুব আলী কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মৃত গঞ্জের আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার আয়ুব আলী মাঠে কৃষি কাজ করে বাড়ির উদ্দেশ্যে তিনি আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় আলমডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ও মোটরসাইকেলচালক সড়কের ওপর ছিটকে পড়েন। এতে আয়ুব আলী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]