কুষ্টিয়া-১ ও ৪ আসনে সাবেক দুই এমপি'র স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৯:৫৯
কুষ্টিয়া-১ ও ৪ আসনে সাবেক দুই এমপি'র স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ ও কুষ্টিয়া-৪ আসনে সাবেক দুই সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী ও আব্দুর রউফ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।


২৬ নভেম্বর, রবিবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। নৌকার প্রার্থী হিসেবে সরওয়ার জাহান বাদশাহ্’র নাম ঘোষণার পর পরই দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজাউল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।


বিষয়টি নিশ্চিত করেন রেজাউল হক চৌধুরীর বড় ছেলে এমরান চৌধুরী কলিন্স। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবহিত করেন।


এব্যাপারে রেজাউল হক চৌধুরীর বড় ছেলে এমরান চৌধুরী কলিন্স বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী মাঠ উন্মুক্ত থাকবে। নেত্রী যেহেতু আওয়ামী লীগের শেষ আশ্রয়, তাই উনার সিদ্ধান্তই চূড়ান্ত। এখন পেছনে তাকানোর সময় নাই। দৌলতপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে অতীতের মতো বিজয় নিশ্চিত করতে সাবেক এমপি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌলতপুরে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। দৌলতপুরের মাটিতে ৭ জানুয়ারি ভোটের লড়াইয়ে কে জিতবে তা নির্ধারণ করবেন দৌলতপুরবাসী।’


অপরদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ কে আওয়ামী লীগ দলীয় নৌকার মনোনয়ন দেওয়ায় সাবেক এমপি আব্দুর রউফ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।


স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, 'আমি কুমারখালী-খোকসা আসনের সাবেক সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমি দলীয় মনোনয়ন পায়নি। তাই বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। আসন্ন নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।'


তিনি বলেন, 'কুমারখালী-খোকসার মানুষ আমার সঙ্গে আছেন। আমাদের জয় হবে ইনশাআল্লাহ।'


এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় হবে। দল যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com