
নড়াইলে রুদ্র নামে দেড় মাসের এক শিশু নিখোঁজের ১২ ঘণ্টার পর খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সে সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলন মোল্যার ছেলে। ২৭ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবার খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলন মোল্যার ছেলে (দেড় মাসের শিশু) নিখোঁজ হয়েছে বলে প্রচার করা হয়। ৯৯৯ তে ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করেও পায়নি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবার খালে ওই শিশুটিকে পড়ে থাকতে দেখে অন্যরা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) জামিল কবীর শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে থানা ও ডিবি পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে হত্যাকাণ্ড নাকি অন্যকিছু।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]