
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে রকিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ নভেম্বর, সোমবার সকালে তার লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত রকিকুল ইসলাম মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল ।
৪নং স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। কিন্তু সে মাঝে মধ্যে সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে আসায় সাহায্য করতো। আমাদের প্রাথমিক ধারণা, রকিকুল সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে বিএসএফ'র হাতেই তার মৃত্যু হয়েছে।
৫৮ বিজিবির সিও লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, রকিকুল গত ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। পারিবারের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি। লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। তবে বিজিবি গত কয়েকদিনে সীমান্তে কোন গুলির শব্দ শোনেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তার মুখে আঘাতের চিহ্ন আছে। হাতে গুলির চিহ্ন আছে। তবে কেন কি কারণে সে ওখানে গিয়েছিল সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। তদন্তের প্রয়োজন। পুলিশ লাশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]