শিরোনাম
পোস্তগোলায় যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ২০:৩৫
পোস্তগোলায় যাত্রীবাহী বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পোস্তগোলার কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


২৬ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৮টার দিকে।


এ তথ্য নিশ্চিত করেছে পোস্তগোলা ফায়ার স্টেশন। ফায়ার সার্ভিস থেকে জানানো হয় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সঙ্গে রয়েছে পুলিশি নিরাপত্তা।


ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নেভানোর কাজ করছে।


বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com