
রাজবাড়ীর পাংশা থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
২৬ নভেম্বর, রবিবার পাঁচ দিনের রিমান্ডে চেয়ে রাজবাড়ী আদালতে আসামিদের হাজির করা হলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার মৃত আ. গফুর মোল্লার ছেলে মো. আ. লতিফ মোল্লা (৪৮) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জলিল শিকদারের ছেলে আলিম শিকদার (৩০)।
এর আগে গত শনিবার (২৫ নভেম্বর) পাংশার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় দোনালা বন্দুক ও একটি দেশীয় ওয়ান শুটারগান এবং চারটি তাজা কার্তুজ জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, গ্রেফতার আসামি মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে পাবনায় একটি মার্ডার মামলা রয়েছে। তিনি সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি আলিম শিকদারের বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা রয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]