
টাঙ্গাইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর, রবিবার দুপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারা পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার(৫) ও মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে রিহান মিয়া (৪)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার।
স্থানীয়রা জানায়, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলেন। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর নামাজে জানাযা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুস ছালাম মিয়া (পিপিএম) জানান, বিষয়টি আমি জানি। এব্যপারে থানায় কেও অভিযোগ করেননি।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]