চট্টগ্রামে ভবন হেলে পড়ার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০১:২৭
চট্টগ্রামে ভবন হেলে পড়ার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরের রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়ার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।


শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, তদন্ত কমিটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগ থেকে একজন করে সদস্য করা হয়। তারা তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেবেন।


এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে। ভবনটি পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হেলে পড়া ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ কারণে ভবনটি হেলে পড়েছে।


ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, আমরা ভবনটিসহ আশেপাশে লোকজন নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে এ কারণে ভবনটি হেলে পড়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com