
রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক।
২৫ নভেম্বর, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের হেনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকির (রাজাই) এর ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)। নিহত রিমন গত কয়েকদিন আগে সৌদিআরব থেকে বাড়িতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমন ও গালিব শনিবার বিকেলে নিজ এলাকা থেকে মোটরসাইকেল যোগে মাছপাড়া অভিমুখে যাচ্ছিলো। মহাসড়কের হেনা মোড় (নয়ন মোড়) এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী অভিমুখী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় দুজনেই পড়ে গেলে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেবার পথে গালিবের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এস এম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]