
কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ।
২৫ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জের গচিহাটা রেল স্টেশনের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ স্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে পৌঁছার আগে পয়েন্টে সমস্যার কারণে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
তিনি বলেন, ‘এ ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার অভিযান শুরু হবে।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]