
কক্সবাজার সংলগ্ন সাগরে ট্রলার ডুবির পর ৪ দিন সাগরে ভেসে থেকে ভারতে জলসীমায় উদ্ধার হলো এক বাংলাদেশি জেলে।সাগরের নিমজ্জিত ওই ট্রলারে থাকা আরও ১৭ জেলে এখনো নিখোঁজ।
ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে হরিনাথ দাশ কে শনিবার (২৫ নভেম্বর) কোস্টগার্ড মোংলার দপ্তরে হাজির করা হয়।
এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. তারেক আহম্মেদ জানান, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে গত ১৭ নভেম্বর কক্সবাজার সংলগ্ন সাগরে ১৮ জন জেলেসহ একটি ট্রলার ডুবে যায়।
এরপর জেলে হরিনাথ দাশ সাগরে একটি খালী ড্রাম ভাসতে দেখে সেটিকে জড়িয়ে ধরে নদীর পানি খেয়ে ৪ দিন কাটিয়ে দেয়। এরপর ২১ নভেম্বর ভারতের জল সীমায় ভারতীয় কোস্টগার্ড তাকে উদ্ধার করে।
এরপর সাগরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ড এর জাহাজ বিসিজি স্বাধীন বাংলা বাংলাদেশি জেলে হরিনাথ দাশ কে গ্রহণ করে।
বিবার্তা/জাহিদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]