
কক্সবাজারে অভিযান চালিয়ে পাচার হতে যাওয়া ৫৮ জন রোহিঙ্গা নরনারীকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় মানব পাচার কারিদের আস্তানায় টেকনাফ মডেল থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থী উদ্ধার করেছে। তৎমধ্যে ৯ জন পুরুষ ১৬ জন নারী সহ ৩৩ জন শিশু রয়েছে। এসময় ২ জন মানব পাচার চক্রের) মূল হোতাকে আটক করাতে সক্ষম হয় পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী এ তথ্য নিশ্চিত করে জানান, আটক পাচারকারী চক্রের ২ জন সহ পাচারের ডেরা হতে উদ্ধার ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় ওই কর্মকর্তা।
সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার দালাল চক্রের মূল হোতা মোহাম্মদ ইয়াসিন এবং মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে ৫৮ জন রোহিঙ্গা শরণার্থীদের কে মালোয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফের মহেশখালী পাড়াযর নির্জন এলাকায় একত্রিত করেছিল ওই রোহিঙ্গাদের। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পা চা র হতে যাওয়া ওই রোহিঙ্গাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বিবার্তা/পুণ্য বর্ধন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]