
নড়াইলে আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানায় দেড়শতাধিক এতিম ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজ সেবক মিজানুর রহমান খান দীপুর উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
২৪নভেম্বর, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানা চত্বরে পাইকমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুচ মোল্যার সভাপতিত্বে দেড়শতাাধিক এতিম ছাত্রীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এতিম ছাত্রীদের হাতে শীত বস্ত্র তুলে দেন মো. মিজানুর রহমান খান দীপু।
এসময় আরো উপস্থিত ছিলেন,সোহেলী পারভীন শিলা, শিক্ষাবিদ আব্দুল জলিল মৃধা, আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানার সুপার কাজী আব্দুল কাদের, কাজী মেজবাহউদ্দিনের মোস্তাক আহমেদ নাইচ, শফিকুল ইসলাম রুহুল্লাহসহ এতিমখানার শিক্ষক, ছাত্রীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মো. মিজানুর রহমান দীপু বলেন, শীতে যেন এতিম ছাত্রীরা কষ্ট না পায় সেই দিকে আমরা সকলেই খেয়াল রাখবো।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]