বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের দিনাজপুরের চিরিরবন্দর অংশে পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় শুক্রবার একটি মামলাও দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় জাহাঙ্গীর আলম, মানিক শাহ, নাজমুল হক ও আমিনুল ইসলাম নামে চার জনকে আটক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন থেকে তেল চুরির বিষয়টি মেশিনের সাহায্যে বুঝতে পারে ভারতীয় প্রকৌশলীরা। পরে তারা বিষয়টি পার্বতীপুর ডিপোতে অবহিত করলে, সেখান থেকে চিরিরবন্দর থানাকে অবহিত করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটিকে চিহ্নিত করে। মাটির ৬ ফুট নিচে মূল পাইপলাইন ফুটো করে, তাতে স্ক্রু লাগিয়ে বিশেষ কায়দায় অন্য একটি চিকন পাইপ লাগানো হয়েছে। যেটি দিয়ে অল্প অল্প করে তেল বের করে নিতে পারে। কিন্তু এই পাইপ লাইনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে ভারতের প্রকৌশলীরা তেল চুরির বিষয়টি বুঝতে পারে এবং সকালে বাংলাদেশের প্রকৌশলীদেরকে অবহিত করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]