
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক মো. রফিক (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
২৪ নভেম্বর, শুক্রবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মোহাম্মদ কামালের বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের বাসিন্দা মো. রহিমের ছেলে)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ অস্ত্র কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]