
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় সাইমুন হোসেন নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৪ নভেম্বর, শুক্রবার বিকালে উপজেলার শুয়াদী গ্রামের বদিনাথতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বিকালে শুয়াদী বিল পাড়ায় নানা বীন আলীর বাড়ি থেকে সাইকেলযোগে দুইভাই বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইকেলের পিছনে থাকা শিশু সাইমুন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]