
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগের করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী পোর্টলিংক-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ট্রাকের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী যুবক দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ট্রাকের গ্লাসও ভাঙচুর করে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস আই সামিউর রহমান জানান, ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]