
ঝিনাইদহে সন্ত্রাসীদের গুলিতে শামীম নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে ।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে হরিণাকুন্ড উপজেলার শুড়া গ্রামে বাড়ির সামনে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায় ।
নিহত শামীম ঝিনাইদহের হরিনাকুন্ডু শুড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জামিনুর রেজা জানান, গুলি বুকের বাম পাশে লেগেছে । প্রচুর রক্তক্ষরণ হয়েছে । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যায় ।
হরিণাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ারদার জানান, সে আওয়ামী লীগ করত। তবে কোন পদে আছে কি না এ মুহূর্তে বলা যাচ্ছে না ।
হরিণাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে । এখনও এ ঘটনায় কোন মামলা ও আটক হয়নি।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]