রাজবাড়ীতে পুলিশের যৌথ অভিযানে দা, চাপাতি, হাত করাত ও মোবাইল ফোনসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২২) ও একই গ্রামের মনিরউদ্দীন বিশ্বাসের ছেলে শহীদুল ইসলাম (৩৮)।
এর আগে গত ১৩ নভেম্বর ভোরে রাজবাড়ী থেকে কয়েকজন যাত্রী নিয়ে বালিয়াকান্দির দিকে আসছিলেন ইজিবাইক চালক ইব্রাহীম। উপজেলার চর ফরিদপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দস্যু ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখায়।এ সময় যাত্রীদের কাছ থেকে টাকাসহ ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দস্যুরা।
পরদিন ইজিবাইক চালক ইব্রাহীম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, দস্যুরা বালিয়াকান্দি উপজেলার চর-ফরিদপুর এলাকা থেকে ইজিবাইক ও যাত্রীদের টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক ইব্রাহীম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]