
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
২৩ নভেম্বর, বৃস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে সমাবেশ করে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় নেতাকর্মীরা অবরোধ, হরতাল, জ্বালাও পোড়াও ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]