শিরোনাম
সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৩৩
সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা করেছেন। ২৩ নভেম্বর, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।


আত্মহননকারী পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী (৫৯)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।


সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকরি করেছেন। তবে কি কারনে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।


বিবার্তা/সেলিম/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com