
নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন-মোর্ত্তজাসহ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন আরও ১৯ জন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আসনে আরও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আয়য়ুব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুল বাশার ডলার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ এম আব্দুল্লাহ, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, মো. হাবিবুর রহমান, নজরুল মুন্সি (আই জি আর), আওয়ামী লীগ নেতা প্রশেন কুমার পলাশ হাজরা ,কাজী জাহিদুর রহমান, শামীমা সুলতানা, ফারহানা রেজা, অ্যাড. তরিকুল ইসলাম, মো. জসিম উদ্দীন কনক, মো. মনির হুসাইন, ও লায়ন নুর ইসলাম দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নড়াইল-২ আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের ৯৪নং আসন। এটি খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩,১৭,৭৬৩ জন।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]