
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়েছে। ফলে ১৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টায় বগি উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লস্করপুরের রাউতগাও সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন এসে ১৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ রুটে ১৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]