ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ, আহত ১
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ২২:২৫
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ, আহত ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।


২২ নভেম্বর, বুধবার সন্ধ্যায় জেলা সদরের দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউট মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ট্রেনে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি শহরের দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি এলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাথরের আঘাতে একজন যাত্রী আহত হয়েছেন।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। তাই আহতের বিষয়ে জানা যায়নি। পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com