শিরোনাম
ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, নিহত ১
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৪
ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, নিহত ১
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘরের চালাও উড়ে যায় বলে জানান স্থানীয়রা।


সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


মনির বয়াতি একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।


ওসি মাহাবুবুল আলম বলেন, লালমোহন উপজেলার আজাহার মাঝির বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘরের চালাও উড়ে যায়। এ ঘটনায় সেখানে মনির বয়াতি এক ব্যক্তি মারা গেছেন। বিএনপি ঘোষিত ধর্মঘটে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com