
রাজধানীর ডেমরায় পরিত্যক্ত একটি ঘর থেকে ককটেল তৈরির সময় দুই জনকে আটেক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের সাথে থাকা ১৫টি ককটেল এবং তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
২০ নভেম্বর, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, নাশকতা করার জন্য পরিত্যক্ত বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে।
আটককৃতরা হলেন, মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
তিনি আরও বলেন, অভিযান শেষ হয়েছে। তারা দুজনই বিএনপির কর্মী এবং ককটেলের অন্যতম যোগানদাতা। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় বিস্ফোরক আইনে মামলা করা হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]