এবার রাজধানীর পল্টনে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৯:১৯
এবার রাজধানীর পল্টনে যাত্রীবাহী বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজধানীর পল্টনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।


২০ নভেম্বর, সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জানা গেছে, সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


যাত্রীরা জানায়, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভান।


পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি বাসের পেছন দিকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে যায়।


এর আগে দুপুরে মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া বিকেল ৩টা ১৫ মিনিটে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলিতে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তেরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com