
ঝিনাইদহে বালি বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
২০ নভেম্বর, সোমবার সকালে শৈলকুপা গাড়াগঞ্জ বাজারের পাশে চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান, যশোর জেলার বাসিন্দা। বাকি দুইজনসহ সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারি।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জন ফয়সাল আহমেদ জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারি মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী। মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]